সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১৮ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান মো. ইমরান হোসেন স্বাক্ষরিত আদেশে এ নোটিশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট সুফি আলম সোহেলের ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত (URL- https://www.facebook.com/share/y/17R31BtTa1/) ২৫ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিওতে জামায়াত প্রার্থী আব্দুস সালামকে ইসলামপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করতে দেখা যায়। একই ভিডিওতে ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলকেও উক্ত প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে।

ভিডিওটি বিশ্লেষণ করে কমিটি স্বপ্রণোদিত হয়ে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং তা নির্বাচনি অভিযোগ নং ০১/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করে।

কমিটি বলেছে, এই গণসংযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ ও ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। বিধি ১৮ অনুযায়ী ২২ জানুয়ারি ২০২৬-এর আগে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কারও নির্বাচনি প্রচারণা চালানোর আইনি সুযোগ নেই।

এ অবস্থায় অভিযুক্ত প্রার্থী আব্দুস সালাম এবং চেয়ারম্যান সুফি আলম সোহেলকে আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে আদেশে সতর্ক করা হয়।

একইসঙ্গে, সাক্ষ্যগ্রহণের জন্য মধ্য গণেশপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তা, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যের কাছেও পাঠানো হয়েছে। ছাতক থানাকে অভিযুক্তদের ঠিকানায় নোটিশ জারি করে তার প্রতিবেদন নির্ধারিত তারিখে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।