বরিশালে জনগুরুত্বপূর্ণ মামলায় সামারি ট্রায়াল শুরু, ৭ জনের কারাদণ্ড

বরিশাল মহানগরে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সামারি ট্রায়াল কার্যক্রম শুরু করেছে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রথম দিনের কার্যক্রমে মাদক, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে দায়ের করা মোট ৭টি মামলার তাৎক্ষণিক সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়।

সামারি ট্রায়াল শেষে আদালত সাতজন আসামিকে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

এই সামারি ট্রায়াল আদালত পরিচালনা করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ।

আদালত সংশ্লিষ্টরা জানান, নগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত বিচার নিশ্চিত করতেই মাদক, চুরি ও ছিনতাইসহ জনগুরুত্বপূর্ণ মামলাগুলোতে নিয়মিত সামারি ট্রায়াল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।