রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকসমূহে সিনিয়র আইন অফিসার ও আইন অফিসার পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুত করবে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
কোন কোন ব্যাংকে কত পদ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আইন সংক্রান্ত পদে মোট ১৬টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে:
-
সিনিয়র অফিসার (আইন) গ্রেড-৯
-
অগ্রণী ব্যাংক পিএলসি: ১৩টি
-
বেসিক ব্যাংক পিএলসি: ১টি
-
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন: ১টি
-
-
অফিসার (আইন) গ্রেড-১০
-
বেসিক ব্যাংক পিএলসি: ১টি
-
বেতন কাঠামো
-
সিনিয়র অফিসার (আইন) গ্রেড-৯:
মাসিক বেতন ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা, সঙ্গে বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা। -
অফিসার (আইন) গ্রেড-১০:
মাসিক বেতন ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা, সঙ্গে প্রযোজ্য অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা
সিনিয়র আইন অফিসার ও আইন অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই:
-
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
-
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নির্ধারিত সংখ্যক পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
-
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
-
গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য আবেদন বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে করতে হবে। আবেদন, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিস্তারিত নির্দেশনা ব্যাংকার্স সিলেকশন কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যোগ্য প্রার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্যানেল প্রস্তুত করা হবে।
বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

