পিনাকী ভট্টাচার্য
পিনাকী ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টে আদালত অবমাননার অভিযোগ, অপসারণের নির্দেশনা চাইলেন আইনজীবীরা

“উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের গুন্ডামি” শিরোনামে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন একাধিক আইনজীবী। একই সঙ্গে ওই পোস্টটি ফেসবুক থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনা হয়।

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসন (লালমাই-নাঙ্গলকোট) থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজের আদেশের পর এ অভিযোগ উত্থাপন করা হয়।

শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত ও আইনজীবীদের নিয়ে অপপ্রচার করছেন।

তিনি আদালতের কাছে প্রশ্ন রেখে বলেন, তিনি কখনও আদালতে গুন্ডামি করেননি কিংবা আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেননি। অথচ তাঁকে কেন্দ্র করে মিথ্যা ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে, যা আদালত অবমাননার শামিল।

এ সময় আদালত কক্ষে উপস্থিত অন্যান্য আইনজীবীরা ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আবেদন জানান।

পাশাপাশি তাঁর ফেসবুক পোস্ট অপসারণের নির্দেশনা দেওয়ার আর্জিও জানানো হয়।

আদালতে উপস্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ব্যারিস্টার ফখরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ ফয়েজসহ আরও অনেকে।

আইনজীবীরা জানান, আগামী রোববার পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট আদেশ দিতে পারেন।