ফরিদপুরে আইনজীবীদের ঘোষিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানোর পর আজ বুধবার (২৮ জানুয়ারি) থেকে সিজেএম আদালতসহ জেলার সব আদালতে বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
জানা গেছে, গতকাল ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় কোনো সুনির্দিষ্ট লিখিত কারণ বা আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন ছাড়াই মৌখিকভাবে ফরিদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজার আদালত বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ওই সভায় এ বিষয়ে কোনো লিখিত রেজুলেশন বা সিদ্ধান্ত লিপিবদ্ধ করা হয়নি।
পরবর্তীতে আজ সকালে ফরিদপুরের মাননীয় জেলা ও দায়রা জজের সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাধিক সিনিয়র আইনজীবীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ খোলামেলা আলোচনা করেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনার একপর্যায়ে কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহারে পারস্পরিক ঐকমত্যে পৌঁছানো হয়।
বৈঠকে ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল ও প্রাতিষ্ঠানিক বিষয়ে অধিকতর দায়িত্বশীলতা বজায় রাখা, লিখিত প্রস্তাব ও আনুষ্ঠানিক রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা এবং বিচার বিভাগের মর্যাদা ও ধারাবাহিক বিচারিক কার্যক্রম রক্ষার বিষয়ে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেন।
কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে আজ থেকে ফরিদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ জেলার সকল আদালতে স্বাভাবিকভাবে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আদালতের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ায় আইনজীবী, বিচারপ্রার্থী এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আইনসংশ্লিষ্টরা মনে করছেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান বিচারব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

