সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামানকে জেনারেল সেক্রেটারি করে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি (ন্যাশনাল চ্যাপ্টার) গঠন করা হয়েছে। সেইসঙ্গে আগামী ১১ জানুয়ারি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি গঠন হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট জেসমিন সুলতানা, ড. বদরুল হাসান কচি, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট সেলিম জাবেদ, অ্যাডভোকেট জাহিদুল হক বাবু, অ্যাডভোকেট শাহনাজ আহমেদ, অ্যাডভোকেট কুমার দেবুল দে, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট মো. বশির উদ্দিন, অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির, অ্যাডভোকেট ছাকায়েত উল্লাহ ভুইয়া ছোটন ও অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা।
যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট মো. আলমগীর খান, অ্যাডভোকেট মোহাম্মদ জগলুল কবির, অ্যাডভোকেট ড. ইদ্রিস আলী মোল্লা, অ্যাডভোকেট সিরাজুল হক স্বপন, অ্যাডভোকেট ফিরোজুল ইসলাম ফিরোজ, অ্যাডভোকেট মো. শামীম খান, অ্যাডভোকেট সুহেল ইসলাম খান, অ্যাডভোকেট হাজেরা ইমরান আজরা, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেট মো. শাহ নেওয়াজ, অ্যাডভোকেট এ.কে.এম ফজলুল হক আকন্দ, অ্যাডভোকেট আজাদুল ইসলাম আজাদ।
আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম ইকবাল, অ্যাডভোকেট মো. এনামুল হক এনাম ও অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।
হেড অব মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট দিদার হোসেন রিজভী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহ নিয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার আক্তার মাসুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. শাহ মো. মনিরুল ইসলাম নাহিদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক অ্যাডভোকেট এম.এম.এ. সিদ্দিক সাগর, আইন সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলী মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তাছলিমা ইয়াসমিন দিপা, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট রুমানা ইসলাম সেরনিয়াবাদ, সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট নাহরিন তানিয়া, স্বাস্থ্য সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন, পরিবেশ সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম।
নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সুরাইয়া বেগম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট সৈয়দ আলম টিপু, ড. মো. ইকবাল করিম, অ্যাডভোকেট লিলি বেগম, অ্যাডভোকেট মো. নাসিরউদ্দিন, ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান, ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল, ব্যারিস্টার মহিউদ্দিন মাহি, অ্যাডভোকেট বিপাশা চক্রবর্তী, অ্যাডভোকেট শারমিন রহমান, অ্যাডভোকেট রোকেয়া সুলতানা, অ্যাডভোকেট এস. এম মেজবাহউদ্দিন, অ্যাডভোকেট মাহবুব হাসান রুবেল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান, অ্যাডভোকেট মো. শহিদ হাসান, অ্যাডভোকেট মাসুম (নারায়ণঞ্জ বার), অ্যাডভোকেট মো. আনিসুর রহমান বাদশা, অ্যাডভোকেট ছাকায়েত উল্লাহ ভুইয়া ছোটন, অ্যাডভোকেট মো. জাকির হোসেন, অ্যাডভোকেট মো. সুহেল ইসলাম খান, অ্যাডভোকেট ব্যারিস্টার মো. কাওছার, অ্যাডভোকেট সমরজিৎ মজুমদার, অ্যাডভোকেট মার্শেলা আরেফিন, অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নীলু, অ্যাডভোকেট নার্গিস আক্তার, অ্যাডভোকেট ফরহাদ শিরিন, অ্যাডভোকেট তামান্না ফেরদৌস, অ্যাডভোকেট আসমা আক্তার, অ্যাডভোকেট রওশন আরা মনি, অ্যাডভোকেট শাহানা পারভীন, অ্যাডভোকেট মো. আতাউর রহমান ও অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম রবি (রংপুর বার)।