উচ্চ আদালত
উচ্চ আদালত

ভেজাল জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে হাইকোর্টে রিট

আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও পেট্রোল, অকটেন ও ডিজেলের মান সনদ গ্রহণ না করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মানহীন জ্বালানি তেল বাজারজাত করার অভিযোগে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

আজ রোববার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চে আবেদনটির ওপর শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এর আগে, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘ভেজাল জ্বালানি তেল বিক্রি করছে বিপিসি’ শীর্ষক প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম।

রিট আবেদনে বলা হয়, দেশের একমাত্র জ্বালানি তেল সরবরাহকারী হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রতিষ্ঠানটির সরবরাহকৃত জ্বালানী তেল ২১ শত পেট্রোলপাম্প, জনসাধারণ তথা গাড়ী ব্যবহারকারী, সরকারি প্রতিষ্ঠান এবং সেচকাজের জন্য কৃষকরা ক্রয় করে থাকেন। অথচ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) হতে তাদের মান সনদ নেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তাৱা কোন মান সনদ গ্রহণ করেননি। উপরন্তু মান সনদ বিহীন ভেজাল তেল সরবরাহ করে আসছে এবং ওজনেও কম দিচ্ছে। এ কারণে এধরণের একটি সরকারি প্রতিষ্ঠান কর্তৃক দেশের জনগণ বিশেষ করে গাড়ি ব্যবহারকারী ও কৃষক প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে পরিবহন ভাড়া বৃদ্ধিজনিত কারণে সমগ্র জনগণ প্রতারিত হচ্ছে।

জ্বালানী ও শিল্প সচিবসহ বিপিসি এবং বিএসটিআই চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।