চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা সাত হাজার বন্দির মধ্যে বালিশ বিতরণ করেছে কর্তৃপক্ষ। সোমবার কারাগারের ভেতরে নারী ও পুরুষ বন্দিদের মধ্যে সরকারি বালিশ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম ফজলুল হক।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কারাগারের জেলার রফিকুল ইসলাম, ডেপুটি জেলার হাসান আলী, কারা হাসপাতালের সার্জনসহ কারা কর্মকর্তারা।
কারাগারে বন্দি থাকা হাজতি ও কয়েদি মিলিয়ে প্রায় সাত হাজার একশ’ জনকে কম্বল দেওয়া হয়। কারাগার প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম কম্বলের পাশাপাশি বালিশ বিতরণ করায় খুশি বন্দিরা।
জেল সুপার মো. কামাল হোসেন বলেন, সরকার থেকে বরাদ্দ পাওয়ার পর আমরা সব বন্দিকে একটি করে বালিশ দিয়েছি। আর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শিশুদের জন্য ৫০টি কম্বল দিয়েছেন। কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের সেই ৫০টি কম্বলও বিতরণ করা হয়েছে।