ভার্চ্যুয়াল পদ্ধতিতে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে চার হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
গত ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এসব মামলা নিষ্পত্তি করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি বেঞ্চ ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও জানান, বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৪৬০টি।