দেশের অধস্তন আদালতসমূহের বিচারক ও আইনজীবীদের জন্য মামলা শুনানির সময় পরিধেয় পোষাক নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন শীত মৌসুমে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) -এর সংক্রমণ রোধে অধস্তন আদালতসমূহের বিচারক ও আইনজীবীরা মামলা পরিচালনার সময় ক্ষেত্রমত সাদা শার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ ও সাদা নেকব্যান্ড/কালো টাই এবং কালো কোট/শেরওয়ানী পরিধান করতে হবে।
এ বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট কতৃক গত ৩০ জুলাই জারিকৃত ১৩ জে বিজ্ঞপ্তির পরিপূরক হবে। একইসঙ্গে এ নিয়ম অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।