আইনের সীমাবদ্ধতার কারণে জাতীয় মানবাধিকার কমিশন ঠিকভাবে তাদের কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি আরও বলেন, যথেষ্ট লোকবল না থাকা সত্ত্বেও কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত ও প্রতিবেদন জমা দিচ্ছে।
এসময় তিনি ডিজিটাল আইনে এ ধরনের কোনো শর্ত না দেওয়ার অনুরোধও করেছেন।আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকারবিষয়ক এক সংলাপে এসব কথা বলেন কাজী রিয়াজুল হক। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ওই সংলাপের আয়োজন করে। কাজী রিয়াজুল হক বলেন, সাংবাদিকরা হয়রানির স্বীকার হন, এমন কোনো ধারা কোনো আইনেই সংযোজন করা ঠিক না। তিনি আরো বলেন, ‘আগামীতে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে, এটার মধ্যে যেন এ রকম কোনো শর্ত না থাকে, সেটা আমাদের অনুরোধ থাকবে। সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা সংলাপের সভাপতিত্ব করেন।