পুলিশকে বিচারিক ক্ষমতা দিতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ সংশোধন করার পদক্ষেপ বাতিলের দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে অ্যাডভোকেট মো. কামরুজ্জামান চিঠি পাঠিয়েছেন।
১৭ মে (সোমবার) পাঠানো এই আইনি চিঠিতে বলা হয়েছে, ‘এই উদ্যোগ বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় এবং বর্তমানে বলবৎ আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।’
চিঠিতে আরও বলা হয়, ‘মাঠপর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরই এ কাজে নিয়োজিত করা যুক্তিযুক্ত হবে। পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হলে ন্যায়বিচার ও আইনের শাসনের অপূরণীয় ক্ষতি হবে, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া সুদূর পরাহত হবে।’
গত ১৩ মে (বৃহস্পতিবার) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে পুলিশকে বিচারিক ক্ষমতা (ম্যাজিস্ট্রেসি পাওয়ার) দেয়ার কথাও ভাবা হচ্ছে। সেটি চূড়ান্ত করতে এরইমধ্যে আইনের সংশোধনী এনে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে তা কার্যকর করা হবে।’
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরে সরকারি উদ্যোগ বাতিলের দাবি জানিয়ে ওই চিঠি দেয়া হয়। আর অ্যাডভোকেট মো. কামরুজ্জামান নিজে এই চিঠি পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।