প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনামুক্ত হয়েছেন। করোনা মুক্ত হয়েছেন তাঁর স্ত্রীও। ইতোমধ্যে হাসপাতাল থেকে স্ত্রীসহ বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি।
আজ বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, মঙ্গলবার (২৫ জানুয়ারি) করোনা নেগেটিভ হওয়ার প্রধান বিচারপতি বাসায় ফিরেছেন এবং সুস্থ আছেন।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী ১৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।