বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুলাই প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর লিখিত পরীক্ষা আগস্ট মাসের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হতে পারে।
আজ মঙ্গলবার (৫ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫শ বিজেএস -এর প্রিলিমিনারী পরীক্ষা আগামি ৩০ জুলাই ঢাকাস্থ ৩টি কেন্দ্রে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রোল নম্বর ভিত্তিক কেন্দ্র বিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন।
এছাড়া লিখিত পরীক্ষা আগস্টের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।