প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস (মামলা পরিচালনা) করবেন না বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।
আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. শাহদীন মালিক বলেন, ‘একটি দেশ প্রধান বিচারপতি ছাড়া দিনের পর দিন চলতে পারে না। যতদিন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া না হবে আমি আদালতে আর প্র্যাকটিস করবো না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার দিন এলেই আদালতে পুলিশ আইনজীবীদের প্রবেশে বাধা সৃষ্টি করে। এটা মেনে নেওয়া যায় না।’
সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম