মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য পরিদর্শন করেছেন। এসময় তিনি বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করেন। একইসঙ্গে বিচার বিভাগে নারীর অগ্রযাত্রার প্রশংসা করেন।
রোববার (৫ নভেম্বর) সকাল ১১টা ৪২ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে তিনি বিচারকার্য পরিচালনা পর্যবেক্ষণ করেন।
এসময় আপিল বিভাগের বেঞ্চে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিচারকাজে শুরুর পূর্বেই মালদ্বীপের প্রধান বিচারপতিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে দুপুর ১২টা ৭ মিনিটে তিনি এজলাস ছেড়ে যান।
একই দিন সকাল সাড়ে ১০টায় বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ শুরু হয়। সাড়ে ১১টা পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে বিরতিতে যান হাইকোর্ট বেঞ্চ।
বিরতিকালীন সময়ে এজলাসে মালদ্বীপের প্রধান বিচারপতির জন্য চেয়ার বসানোসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। সাড়ে ১২টায় বিচারপতি নাইমা হায়দার মালদ্বীপের প্রধান বিচারপতিকে নিয়ে এজলাসে আসন গ্রহণ করেন।
বিচারপতি নাইমা হায়দারের ডান পাশে মালদ্বীপের প্রধান বিচারপতি ও বাঁপাশে বিচারপতি কাজী জিনাত হক আসন গ্রহণ করেন। তারপর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার ইংরেজিতে মালদ্বীপের প্রধান বিচারপতির সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন।
এরপর এজলাস কক্ষের ডায়াসের সামনে দাঁড়িয়ে জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা আইনজীবীদের পক্ষ থেকে মালদ্বীপের প্রধান বিচারপতিকে অভিবাদন জানান। তিনি বার কাউন্সিল ও বাংলাদেশের আইনজীবী সমিতিগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
শেষে বক্তব্য রাখেন মালদ্বীপের প্রধান বিচারপতি। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করেন। বিচার বিভাগে নারীর অগ্রযাত্রার প্রশংসা করেন। বেঞ্চের দুইজন বিচারপতি নারী হওয়ায় অভিভূত হন তিনি।
বক্তব্য পর্ব শেষে কার্যতালিকা অনুযায়ী বিচারকাজ শুরু হয়। এর মধ্যে কার্যতালিকায় ৪৬ নম্বরে থাকা রিট মামলাটি খারিজ করে রায় দেন বিচারপতি নাইমা হায়দার।
মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান দুপুর ১টার পরে ট্রাইব্যুনালে আসেন। প্রায় ৩০ মিনিটের মতো ট্রাইব্যুনালে অবস্থান করেন। তিনি ট্রাইব্যুনালের রেকর্ড, নথিপত্র ও বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।
এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও অন্যান্য বিচারপতি, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত, গত শনিবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান।