আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) হিসেবে তালিকাভুক্তির জন্য আগ্রহী কর আইনজীবীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কর (বিসিএস) একাডেমি।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর (বিসিএস) একাডেমি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
আরও পড়ুন: আয়কর রিটার্ন প্রস্তুতকারী নিয়োগে আবার বিজ্ঞপ্তি এনবিআরের
জাতীয় রাজস্ব বোর্ডের কর (বিসিএস) একাডেমির পরিচালক ও আয়কর রিটার্ন প্রস্তুতকারী তালিকাভুক্তির জন্য গঠিত কমিটির সদস্য সচিব মো. হাফিজ আল আসাদ সই করা বিজ্ঞপ্তির ভাষ্য মতে, বিসিএস (কর) একাডেমির গত ১৪ ডিসেম্বর টিআরপি নিয়োগ-বাছাই সংক্রান্ত স্মারক অনুযায়ী আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৭ অনুযায়ী কর আইনজীবীদেরকে নিম্নেবর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।
১. কর আইনজীবী হিসেবে যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
২. হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ।
৩. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি।
আরও পড়ুন: আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে হাইকোর্ট
আগামীকাল ১ জুলাই থেকে ৪ জুলাই তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কর (বিসিএস) একাডেমিতে উপর্যুক্ত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।