জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন ড. মোহাম্মদ ইকরামুল

জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন ড. মোহাম্মদ ইকরামুল

আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন আইন সচিব শেখ আবু তাহের।

আরও পড়ুনজুডিসিয়াল সার্ভিস কমিশন থেকে পদত্যাগ করলেন ড. সীমা জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩ (২) (ছ) এবং বিধি ৩(৩) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক-কে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন-এর সদস্য হিসেবে ৫ বছর মেয়াদের জন্য মনোনীত করেছেন৷ ইহা অবিলম্বে কার্যকর হবে।