মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় আনোয়ার সিমেন্টকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় আনোয়ার সিমেন্টকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় আনোয়ার সিমেন্ট লিমিটেডকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

গত রবিবার (৯ ফেব্রুয়ারী) গভীর রাত পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় বর্ণালি ফেব্রিক্স লিমিটেডকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

পরিবেশের ছাড়পত্রের নবায়ন না থাকায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারার সারণী ১২ মতে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কাচামাল খোলা অবস্থায় রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১১(খ) বিধি লঙ্ঘন করায় একই বিধিমালার ১৭ বিধি মতে ২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় বসুন্ধরাকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

এছাড়া ৩ মাসের মধ্যে বায়ু পরিবেশ আইনের সকল বিধিবিধান প্রতিপালনের সময়সীমা বেধে দেওয়া হয়।

এসময় কোম্পানির পক্ষে চীফ অপারেটিং অফিসারকে উক্ত দন্ড আরোপ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান, সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি পুলিশ দল।