নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

হাইকোর্ট পারমিশনের মৌখিক পরীক্ষা শুরু ১৯ ফেব্রুয়ারি, এনরোলমেন্ট এমসিকিউ ২৫ এপ্রিল

উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় হাইকোর্ট পারমিশনের মৌখিক পরীক্ষা আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। আর পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৫ এপ্রিল আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার বিষয়ে গঠিত ‘এনরোলমেন্ট কমিটির’ সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।