বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিচারিক স্বাধীনতা ও সংস্কারের উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে EU in Bangladesh তাদের ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং কার্যকারিতার প্রতি সমর্থন করে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট UNDP-র সাথে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সার্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি এবং অন্তবর্তী সরকারের সংস্কার উদ্দেশ্যগুলোর সমর্থনে পাশে আছি।”
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও United Nations Development Programme (UNDP), Bangladesh এর যৌথ উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার দুপুর ০২:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে “Judicial Independence and Efficiency in Bangladesh” শীর্ষক একটি Regional Seminar অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং মিশনের প্রধান, এইচ.ই. মাইকেল মিলার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রধান অতিথির পদ অলংকৃত করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, UNDP, Bangladesh এর Residential Representative, Mr. Stefan Liller.