পবিপ্রবি ল’ ক্লাব অ্যান্ড মুট কোর্ট সোসাইটির রোমাঞ্চকর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

পবিপ্রবি ল’ ক্লাব অ্যান্ড মুট কোর্ট সোসাইটির রোমাঞ্চকর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

আবু হাসনাত তুহিন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ল’ ক্লাব এবং মুট কোর্ট সোসাইটির উদ্যোগে “দ্য ভার্ডিক্ট ব্যাটেল-সিজন ১” শিরোনামে একটি চমকপ্রদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম ও পটুয়াখালী জেলা জজ কোর্টের সহকারী জজ মো. মতিউর রহমান। উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের বিতার্কিক দল সহ অসংখ্য শিক্ষার্থী।

অংশগ্রহণকারীরা চূড়ান্ত রায় দাবি করার জন্য তাদের তর্কমূলক দক্ষতা প্রদর্শন করে তীব্র বিতর্কে লিপ্ত হয়।

বুদ্ধিবৃত্তিক সংঘর্ষ, আকর্ষক, বক্তৃতা এবং কৌশলগত যুক্তিতে ভরা এই প্রতিযোগিতাটি বিতর্ক উৎসাহীদের জন্য একটি দারুণ আয়োজন।

পবিপ্রবি ল’ ক্লাব অ্যান্ড মুট কোর্ট সোসাইটির রোমাঞ্চকর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

বিতর্কে গ্রুপ ‘এ’ থেকে ৩ টি এবং গ্রুপ ‘বি’ থেকে ৩ টি দল (মোট ৬ টি দল) অংশগ্রহণ করে। গ্রুপ ‘এ’ তে বিতর্কে অংশ নেয় দ্যা লিটিগেটরস, লেক্স লোসি এবং লিগ্যাল ইন্টেলেক্টস। অপরদিকে গ্রুপ ‘বি’ এর বিতর্কে অংশ নেয় অ্যামিকাস কিউরি, দ্যা মুট মাস্টার্স এবং হিয়ারসে হিরোজ। সংসদীয় বিতর্কে ‘এ’ গ্রুপের প্রত্যেক দল অপর দুইটি দলের সাথে বিতর্কে অংশ নেয় এবং প্রত্যেক গ্রুপের একটি দল মোট দুই বার ও দুটি আলাদা মোশনে/বিষয়ে বিতর্ক করে। ‘এ’ গ্রুপ থেকে দ্যা লিটিগেটরস ও লিগ্যাল ইন্টেলেক্টসকে হারিয়ে ফাইনাল রাউন্ডে পৌছায় ‘লেক্স লোসি’। অনুরূপ পদ্ধতিতে গ্রুপ ‘বি’ থেকে দ্যা মুট মাস্টার্স ও হিয়ারসে হিরোজকে হারিয়ে ফাইনাল রাউন্ডে পৌছায় ‘অ্যামিকাস কিউরি’।

আরও পড়ুনবরগুনায় বন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট: দুটি অবৈধ করাতকল উচ্ছেদ

সংসদীয় বিতর্কে স্পিকারের ভুমিকা পালন করেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী নুরুন্নবী সোহান এবং সময় রক্ষক হিসেবে ছিলেন ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী লিয়া ও ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সাহেদ মাহমুদ। ‘এ’ গ্রুপের দ্যা লিটিগেটরস দলের মেন্টর হিসেবে ছিলেন সাইদুর রহমান, লেক্স লোসি দলের মেন্টর সাব্বির আহমেদ এবং টিম লিগ্যাল ইন্টেলেক্টস’র মেন্টর ছিলেন এস. এম. ওমর। ‘বি’ গ্রুপের প্রথম দল অ্যামিকাস কিউরির মেন্টর ইব্রাহিম ইবু, দ্যা মুট মাস্টার্সের মেন্টর তৌফিক ওমর এবং হিয়ারসে হিরোজ দলের মেন্টর হিসেবে ছিলেন সাদিয়া হক রাইসা।

বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে মতামত জানতে চাওয়ায় হিয়ারসে হিরোজ দলের মেন্টর সাদিয়া হক রাইসা জানান, “আমাদের ল’ ক্লাবের প্রথম বিতর্ক অনুষ্ঠান হিসেবে অত্যন্ত চমৎকার একটি আয়োজন আমরা পেয়েছি। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পরার মতো। আমার দলের প্রত্যেক সদস্যই মোস্ট জুনিয়র। ১ম সেমিস্টারের স্টুডেন্ট হিসেবে তাদের ইফোর্ট এবং পার্ফম্যান্স অত্যন্ত চমকপ্রদ ছিলো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং ‘ল ক্লাব ও মুট কোর্ট সোসাইটি’কে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার আয়োজন করার জন্য।”

লিগ্যাল ইন্টেলেক্টস এর দলনেতা মোসাদ্দেক হোসেন জিহাদ বলেন, “ক্যাম্পাসে আসার পর এটি আমার প্রথম বিতর্ক প্রতিযোগিতা। প্রথম থেকে একটা নার্ভাসনেস কাজ করছিলো। আশা করছি আমরা নিয়মিত এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাব।”