টাঙ্গাইলের প্রধান সরকারি কৌঁসুলি (জিপি) এবং বাংলাদেশ বার কাউন্সিলের নব নির্বাচিত সদস্য সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়া (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বুধবার (৫ মার্চ) সকালে টাঙ্গাইলের সাবালিয়ায় নিজ বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা দ্রুত ঢাকায় রেফার করেন। ঢাকায় নেয়ার পথে সকাল ১০টায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকেল ৩টায় টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
এতে সিনিয়র জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলাসহ অন্য বিচারকগণ অংশ নেন।
আসরের নামাজের পরে গ্রামের বাড়ি বাসাইলের জশিহাটিতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
আব্দুল বাকী মিয়া তার কর্মজীবনে টাঙ্গাইলের পিপি, অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।