রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে হেলাল উদ্দিন (৩০) নামে আইনজীবীকে ছিনতাইকারীরা মারধর করে মোবাইল-মানিব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর অবস্থায় হেলাল উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। তিনি নিউরোসার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হেলাল আইনজীবী। তিনি ঢাকায় যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় থাকেন। ওকালতির পাশাপাশি পূবালী ব্যাংকের আইন কর্মকর্তা হিসেবে কর্মরত।
সম্প্রতি তার বদলি হয় মৌলবী বাজার শাখায়। সে কারণে সে বাসা থেকে জনপথ মোড়ে হানিফ পরিবহনের কাউন্টারে যায়। সেখানে রাত ১টার দিকে কয়েকজন ছিনতাইকারী তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়।
হেলাল উদ্দিনের স্ত্রী নুসরাত মেহজাবিন বলেন, রাত ১টার দিকে সায়দাবাদ জনপথ মোড় এলাকায় কয়েকজন ছিনতাইকারী আমার স্বামীকে ধরেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। তিনি বাধা দিতে গেলে, তাকে মারধর করে রাস্তায় ফেলে রাখে। পরে সংবাদ পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হেলাল উদ্দিন ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।