জামিন নামঞ্জুর, ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক পিপি কারাগারে
অ্যাডভোকেট আবদুল মান্নান

জামিন নামঞ্জুর, ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক পিপি কারাগারে

ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মান্নানকে তিনটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে আবদুল মান্নান ছয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করেন। অপর তিনটি মামলা ১৮ মার্চ শুনানির জন্য রেখেছেন আদালত।

ঝালকাঠি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ আগস্টের পর এ মামলাগুলো দায়ের করা হয়েছে। মামলাগুলোর বাদী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

মাহেব হোসেন বলেন, সাবেক পিপি আবদুল মান্নান একাধিক মামলার আসামি। তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ মেয়াদ শেষ হওয়ায় তিনি জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাঁকে কারাগারে পাঠান।

জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, আবদুল মান্নান ১৬ বছর পিপি পদে থেকে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বিএনপির নেতা–কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করেছেন। তিনি বিনা ভোটে জেলা আইনজীবী সমিতির সভাপতি পদ অবৈধভাবে ১০ বছর দখল করে রেখেছেন।

আবদুল মান্নান জেলা কৃষক লীগের সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য কারাবন্দী আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে সরকারি কৌঁসুলি থাকা অবস্থায় একই সঙ্গে জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের সভাপতি ছিলেন।