মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীকে স্পেশাল প্রসিকিউটর (অ্যাডভাইজার) হিসেবে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ ডিসেম্বরের এক আদেশের আলোকে সমাজীকে (অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সুবিধাদিপ্রাপ্ত) চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
তিনি শুধু আছিয়া হত্যাকাণ্ড নয়, বরং সরকারের পক্ষ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায়ও আদালতে আইনি সহায়তা প্রদান করবেন।
সমাজী জানান, “সরকার মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আমি আছিয়ার পরিবারের পক্ষে ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
আগামীকাল (২৩ এপ্রিল) মামলার অভিযোগ গঠনের শুনানি রয়েছে। এ বিষয়ে তিনি আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৫ মার্চ রাতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। পরে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়।
৮ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন, যার মধ্যে মূল অভিযুক্ত হিটু শেখ ছাড়াও রয়েছে সজিব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগম।
মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনা ও নিন্দার জন্ম দেয়।