অভিবাসনকর্মীদের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর
ছবি : অভিবাসনকর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক জেলা পর্যায়ের আইনজীবীদের প্রশিক্ষণ" এর শেষদিনে বক্তব্য রাখছেন কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি

অভিবাসনকর্মীদের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : একজন অভিবাসনকর্মী যখন প্রতারিত হয়, হয়রানির শিকার হয়, তখন তিনি ও তার পরিবার আর্থিক, মানবিক ও শারীরিকভাবে নিগৃহীত ও বিপর্যস্ত থাকে। তাই অভিবাসনকর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর।

এজন্য, অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ প্রণয়ন করেছেন। অভিবাসনকর্মীদের আইনী, আর্থিক সহ সম্ভব সব ধরনের সহায়তা দিতে লিগ্যাল এইড অফিস, সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলো এবং অনেক এনজিও, আইএনজিও, বিভিন্ন সংস্থা কাজ করছে।

বাংলাদেশ ন্যাশনাল ওমেন ল’ইয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তায় আয়োজিত ২২ ও ২৩ এপ্রিল, যথাক্রমে মঙ্গলবার ও বুধবার ২ দিন ব্যাপী “অভিবাসনকর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক জেলা পর্যায়ের আইনজীবীদের প্রশিক্ষণ” এর শেষদিনে কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি একথা বলেন।

আরও পড়ুনলিগ্যাল এইড সবার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে : কক্সবাজারের জেলা জজ

তিনি আরো বলেন, ভৌগোলিক কারণে কক্সবাজারের সাথে অন্যান্য এলাকার ভিন্নতা রয়েছে। কক্সবাজার উপকূল মানবপাচারের একটা চিহ্নিত রুট। এখানকার মানবপাচার প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান, বিচারক সাজ্জাতুন নেছা লিপি।

কক্সবাজার শহরের অভিজাত একটি হোটেলে আয়োজিত এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে লেকচার দেন তানভিয়া রোজলিন সুলতানা, বাংলাদেশ ন্যাশনাল ওমেন ল’ইয়ার্স এসোসিয়েশনের এক্সেস টু জাস্টিস (সিমস) প্রকল্পের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নিগার ফেরদৌস প্রমুখ। প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন, বাংলাদেশ ন্যাশনাল ওমেন ল’ইয়ার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা প্রধান অ্যাডভোকেট প্রতিভা দাশ ও প্যানেল আইনজীবী বিশ্বজিৎ ভৌমিক। দ্বিতীয় দিনের প্রশিক্ষণে অ্যাডভোকেট আবদুস শুককুর, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজি, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট রাবেয়া সুলতানা, অ্যাডভোকেট শবনম মুশতারী, অ্যাডভোকেট আয়েশা আক্তার, অ্যাডভোকেট সৌরভ চৌধুরী, অ্যাডভোকেট উজ্জ্বল কান্তি দাশ, অ্যাডভোকেট আকতারুর রহমান ছোটন, অ্যাডভোকেট আবু নওশাদ, অ্যাডভোকেট রূপা এ্যানি, অ্যাডভোকেট কামরুল হুদা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ মুজিবুল হক, অ্যাডভোকেট রেজাউল হক, অ্যাডভোকেট ফরিদুল আলম সহ ২ দিনে ৪০ জন আইনজীবী প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ওমেন ল’ইয়ার্স এসোসিয়েশের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ ভৌমিকের সঞ্চালনায় অ্যাডভোকেট নিগার ফেরদৌস, অ্যাডভোকেট প্রতিভা দাশ, অ্যাডভোকেট আবদুস শুক্কুর, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী বক্তব্য রাখেন।