বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৪০ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ ফলাফল দেখুন এখানে
এর আগে শুক্রবার বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকার রাজধানী ঢাকার পৃথক পৃথক ২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে তিনটি ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়—এমসিকিউ, লিখিত এবং ভাইবা। এলএলবি ডিগ্রি সম্পন্ন করার পর একটি নির্ধারিত সময় সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমার ছয় মাস পর প্রার্থীরা এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারেন। সফলভাবে তিনটি ধাপ পেরিয়ে গেলে বার কাউন্সিল সনদ প্রদান করে এবং জেলা বারে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করা যায়।