এনসিপির ‘আইনজীবী উইং’ প্রস্তুতি কমিটি গঠন

এনসিপির ‘আইনজীবী উইং’ প্রস্তুতি কমিটি গঠন

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, ন্যায়ের পক্ষে আন্দোলন সংগঠিত করা এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এবং আইনজীবীদের নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সুসংগঠিত করতে ‘এনসিপি আইনজীবী উইং’ গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বার্তায় রোববার (২৭ এপ্রিল) রাতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি আইনজীবী উইং একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হবে। দেশীয় রাজনৈতিক প্রক্রিয়ায় আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী আইনজীবী সমিতিগুলোতে সক্রিয়ভাবে কাজ করবে এ সংগঠন।

ন্যায়বিচারের জন্য সক্রিয় ভূমিকা রাখবে ‘এনসিপি আইনজীবী উইং’

উল্লেখ করা হয়, জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে ভুক্তভোগীদের সার্বিক আইনি সহায়তা প্রদান এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে আইনজীবী হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে উইংটি।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ইতোমধ্যে ‘এনসিপি আইনজীবী উইং প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়েছে।

প্রস্তুতি কমিটির সদস্যরা

এনসিপি আইনজীবী উইং প্রস্তুতি কমিটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সাকিল আহমাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন

  • খালেদ সাইফুল্লাহ

  • অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন

  • সালেহ উদ্দিন সিফাত

  • অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা

  • অ্যাডভোকেট হুমায়রা নূর

  • অ্যাডভোকেট আলী নাছের খান

  • অ্যাডভোকেট মনজিলা ঝুমা

  • অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী

  • অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান

  • অ্যাডভোকেট মো. ছেফায়েত উল্যা

  • অ্যাডভোকেট জায়েদ বিন নাসের

এনসিপি আইনজীবী উইং নতুন বাংলাদেশ গঠনে একটি কার্যকর এবং ন্যায়ভিত্তিক ভূমিকা পালনে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দলটি।