আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে (৫২) আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে।
আজ বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
কী ঘটেছিল?
মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত আরাফাত হুসাইন (১২) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে অবস্থিত জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র ছিলেন।
গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের একদফা দাবিতে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে বিক্ষোভে অংশ নেন।
এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন আরাফাত। তাকে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ২২ ডিসেম্বর তার মৃত্যু হয়।
নিহতের বড়ভাই মো. হাসান আলী (২১) উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে তদন্তাধীন রয়েছে।
তুরিন আফরোজের গ্রেপ্তার ও রিমান্ড
এর আগে, চলতি বছরের ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাকে একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে তোলা হলে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।