বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে এনরোলমেন্ট লিখিত পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৫ (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষার্থীদের করণীয় নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা পূর্বে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন এবং প্রবেশপত্র পেয়েছেন, কেবল তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
✅ পরীক্ষার সময়: সকাল ৯টা – দুপুর ১টা
✅ সময়কাল: ৪ ঘণ্টা
✅ প্রবেশপত্র: শুধু “Written Examination” শিরোনামে থাকা প্রবেশপত্রই গ্রহণযোগ্য
পরীক্ষার্থীদের জ্ঞাতব্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
- 
উত্তরপত্রের পৃষ্ঠা নম্বর ও লেখার স্থান: 
 প্রশ্নোত্তর উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠার নির্ধারিত অংশ থেকে শুরু করতে হবে। নির্দেশনা অনুসরণ না করলে উত্তরপত্র মূল্যায়নের যোগ্য বিবেচিত হবে না।
- 
পরীক্ষা কেন্দ্রে অবশ্যই সঙ্গে আনতে হবে: 
 ✅ বার কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত প্রবেশপত্র
 ✅ নির্ধারিত সিট প্ল্যান অনুসারে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিতি
- 
নিষিদ্ধ ডিভাইস ও আচরণ: 
 পরীক্ষার সময় মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, নোটবই, ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।
 পরীক্ষার সময় উভয় কান খোলা রাখতে হবে।
 দুই ঘণ্টার আগে পরীক্ষার কক্ষ ত্যাগ করা নিষিদ্ধ।
- 
শৃঙ্খলা ভঙ্গ করলে: 
 যেকোনো অসদাচরণ, খাতা দেখাদেখি, ইনভিজিলেটরের সঙ্গে দুর্ব্যবহার বা বিশৃঙ্খলার ঘটনায় তাৎক্ষণিক বহিষ্কার, আইনি ব্যবস্থা এবং পরবর্তী পরীক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
আসন বিন্যাস (কেন্দ্র ও রোল নম্বর অনুযায়ী)
| ক্র. | কেন্দ্রের নাম | অবস্থান | রোল নম্বর (শুরু–শেষ) | 
|---|---|---|---|
| ১ | তথ্য বিজ্ঞান বিভাগ | ঢাকা বিশ্ববিদ্যালয় | 10001 – 11085 | 
| ২ | ইসলামিক স্টাডিজ বিভাগ | কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় | 11091 – 12212 | 
| ৩ | ইংরেজি বিভাগ | কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় | 12213 – 13338 | 
| ৪ | ইসলামের ইতিহাস বিভাগ | কলা ভবন | 13339 – 14566 | 
| ৫ | আরবি বিভাগ | কলা ভবন | 14568 – 15970 | 
| ৬ | বিশ্ব ধর্ম বিভাগ | কলা ভবন | 15977 – 16294 | 
| ৭ | দর্শন বিভাগ | কলা ভবন | 16296 – 18711 | 
| ৮ | থিয়েটার বিভাগ | কলা ভবন | 18715 – 19346 | 
| ৯ | ইতিহাস বিভাগ | লেকচার থিয়েটার | 19351 – 20035 | 
| ১০ | ইউনিভার্সিটি ল্যাব | ঢাকা বিশ্ববিদ্যালয় | 20036 – 24573 | 
| ১১ | উদয়ন বিদ্যালয় | বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস | 24575 – 30198 | 
| ১২ | পুলিশ স্মৃতি কলেজ | মিরপুর-১৪ | 30199 – 37102 | 
| ১৩ | রাজারবাগ পুলিশ স্কুল | রাজারবাগ | 37103 – 40683 | 
| ১৪ | গভঃ ল্যাবরেটরি হাই | নিউ মার্কেট | 40685 – 46677 | 
| ১৫ | ধানমন্ডি গভ. বয়েজ | ধানমন্ডি | 46678 – 80724 | 
| ১৬ | সেন্ট্রাল উইমেন কলেজ | টিকাটুলি | 80725 – 82724 | 
| ১৭ | সিদ্ধেশ্বরী গার্লস কলেজ | নিউ বেইলি রোড | 82725 – শেষ | 

