সুপ্রিম কোর্টসহ দেশের সকল ট্রাইব্যুনাল ও অধস্তন আদালত এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে ‘আদালতরক্ষী বাহিনী’ (Court Security Force – CSF) গঠনে নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (৩০ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটটি দায়ের করেন নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া, যিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নিজেই রিট দায়ের করেন এবং আদালতে নিজেই তার পক্ষে শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান, এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
রুলে বলা হয়েছে—শঙ্কামুক্ত পরিবেশে বিচারকার্য পরিচালনার স্বার্থে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত চত্বরে আইনজীবী, বিচারপ্রার্থী ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগের অধীনে ‘আদালতরক্ষী বাহিনী’ গঠনে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
রিট আবেদনকারী জানান, আদালত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সংবেদনশীল মামলাগুলোর সময় আইনজীবী, বিচারক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তাই কারারক্ষীদের আদলে ‘কোর্ট সিকিউরিটি’ নামে একটি বিশেষায়িত বাহিনী গঠন করার দাবি জানান তিনি।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) রুলের বিবাদী করা হয়েছে। আদালত চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
এটি বিচার ব্যবস্থার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।