ঋণের টাকা বেনোভোলেন্ট ফান্ডের সাথে সমন্বয় করার অনুরোধ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (লোগো)।

আগাম জামিনে বিচারপ্রার্থীদের অনলাইনে উপস্থিতি চেয়ে আবেদন

আগাম জামিন শুনানিতে বিচারপ্রার্থীদের উপস্থিতি শনাক্তে সিসিটিভি বা অনলাইনের মাধ্যমে উপস্থিতি নিশ্চিতের আবেদন জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

গত ৩০ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ সংক্রান্ত লিখিত আবেদন করে সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান।

আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী আগাম জামিনের জন্য হাইকোর্টে হাজির হন। এতে ক্রিমিনাল মোশন বেঞ্চ ও তার আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড়, শৃঙ্খলা ভঙ্গ ও বিচারকার্যে বিঘ্ন ঘটে। অনেক আসামি বাইরে বসে বা শুয়ে থাকেন, যা নিরাপত্তা ও শালীনতার জন্যও হুমকি হয়ে দাঁড়ায়।

সুপ্রিম কোর্ট সংরক্ষিত এলাকা হওয়ায় এ ধরনের অতিরিক্ত জনসমাগম নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করে। আবেদনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণও বাড়ছে, তাই ফিজিক্যাল ভিড় কমানো এখন সময়োপযোগী পদক্ষেপ।

সমিতি প্রস্তাব করেছে—আগাম জামিনের বিচারপ্রার্থীদের আদালত ভবনের বাইরে বা সড়ক ভবনের নির্দিষ্ট স্থানে সিসিটিভি বা অনলাইন মাধ্যমে উপস্থিতি শনাক্তের ব্যবস্থা নেওয়া হোক। এতে একদিকে ভিড় কমবে, অন্যদিকে আদালতের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকবে

আবেদনে আরও বলা হয়, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ আগেও এই পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন