বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ
সুপ্রিম কোর্ট

চৌকি আদালতের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে ৪০টি আদালতে ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করল সুপ্রিম কোর্ট

প্রান্তিক জনগণের বিচারসেবা নিশ্চিত করতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ঘোষিত বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ অনুযায়ী দেশের চৌকি আদালতসমূহে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ ৪০টি চৌকি আদালতে ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

এই উদ্যোগের ফলে দেশের ২৩টি জেলার বিভিন্ন দুর্গম অঞ্চলে অবস্থিত চৌকি আদালতগুলোতে বিচার কার্যক্রমে গতি আসবে এবং বিচারপ্রার্থীরা আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত ও কার্যকর সেবা পাবে। সরবরাহকৃত এসব কম্পিউটার এজলাস এবং দপ্তরে ব্যবহৃত হবে।

চৌকি আদালতসমূহে বর্তমানে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তারা কর্মরত আছেন। এই আদালতগুলোতে দেওয়ানী ও ফৌজদারি উভয় ধরনের বিচার কার্যক্রম পরিচালিত হয়।

প্রসঙ্গত, দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০২৪ সালের ১১ আগস্ট দায়িত্ব গ্রহণের পর বিচার ব্যবস্থার আধুনিকায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা হাতে নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। তার দিকনির্দেশনায় ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা আদালতে মোট ৪০০টি ডেস্কটপ কম্পিউটার ও ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার মাঝে ল্যাপটপ সরবরাহ করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই প্রযুক্তি সহায়তা বিচার ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করছেন সংশ্লিষ্টরা। এতে চৌকি আদালতসমূহের তথ্য সংরক্ষণ, মামলা ব্যবস্থাপনা ও বিচার কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।