কনডেম সেল থেকে আবরার হত্যার আসামির পলায়ন: যা জানালো কারা অধিদপ্তর

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

কারা অধিদপ্তরের ৩৩ জন ডেপুটি জেলারের (Deputy Jail Superintendent) একযোগে বদলি করা হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি কার্যকর করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। বদলিকৃত কর্মকর্তাদের তাদের নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বদলি হওয়া ডেপুটি জেলারদের মধ্যে উল্লেখযোগ্যভাবে নিম্নোক্ত জেলার কর্মকর্তারা রয়েছেন:

  • ঢাকা

  • নারায়ণগঞ্জ

  • গাজীপুর

  • চট্টগ্রাম

  • সিলেট

  • যশোর

  • টাঙ্গাইল

  • দিনাজপুর

  • ময়মনসিংহ

  • রাজশাহী

  • রংপুর

এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি জেলার কারা কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে, যা সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনস্বার্থে এমন বদলি আদেশ অনেক সময় জেলখানা ব্যবস্থাপনায় গতি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হিসেবে কাজ করে। একাধিক জেলার কারা প্রশাসনে এই ধরণের একযোগে রদবদল সাধারণত কৌশলগত পুনর্বিন্যাস বা প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতেই নেওয়া হয়ে থাকে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “এ ধরনের বদলির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও স্থানীয় চাপমুক্ত প্রশাসন নিশ্চিত করাই উদ্দেশ্য থাকে।”