বিচারকের স্বাক্ষর জাল: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

বিচারকের সঙ্গে অসদাচরণে আইনজীবীর কারাদণ্ড

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোকসেদ আলী আকন্দকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তবে দণ্ড ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আপিলের শর্তে জামিনে মুক্তি পান তিনি।

ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই), ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের ৯ নম্বর আদালতে। বিচারক মিনহাজুর রহমান এই আদেশ প্রদান করেন।

জানা গেছে, আদালতে চলমান কার্যক্রমের সময় বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আইনজীবী মোকসেদ আলী আকন্দকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান,

আমরা খবর পেয়েই দ্রুত আদালতে গিয়ে জামিন শুনানির জন্য আবেদন করি। কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তে মোকসেদ আলীর জামিন চাওয়া হয়।

শুনানি শেষে বিচারক আইনজীবীর বয়স বিবেচনায় তাকে ৫০০ টাকা মুচলেকায় জামিনে মুক্তি দেন, তবে শর্ত থাকে যে, তিনি আগামী সাত দিনের মধ্যে আপিল করতে হবে।