শুনানিতে মদ্যপান ভারতীয় আইনজীবীর, ভিডিও ভাইরাল

ভার্চুয়াল শুনানির সময় মদ্যপান করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের গুজরাট রাজ্যের এক আইনজীবী। ‘তনয়া গুপ্ত’ নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভাস্কর তন্না নামের ওই সিনিয়র আইনজীবী শুনানির সময় মদের গ্লাসে একাধিকবার চুমুক দিচ্ছেন।

ভিডিওটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও গণমাধ্যমটি ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি, তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাট উচ্চ আদালতের বিচারপতি সন্দীপ ভট্টের এজলাসে গত ২৬ জুন অনুষ্ঠিত এক ভার্চুয়াল শুনানির সময় ঘটনাটি ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উচ্চ আদালত আইনজীবী ভাস্কর তন্নার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।

আদালতের পক্ষ থেকে এই ঘটনাকে “অশোভনীয় আচরণ” হিসেবে উল্লেখ করে বলা হয়েছে:

অভিজ্ঞ আইনজীবীরা তরুণদের পথপ্রদর্শক। তারা যদি এমন অসংযত আচরণ করেন, তবে সেটি আগামী প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে ভাস্কর তন্নাকে কোনো ভার্চুয়াল শুনানিতে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আদালত জানিয়েছে, ভবিষ্যতে তার আইনি মর্যাদা ও পেশাগত অনুমতি সম্পর্কেও পর্যালোচনা করা হতে পারে।

ভার্চুয়াল আদালত ব্যবস্থা যেখানে পেশাদারিত্ব ও শালীনতা বজায় রাখা অপরিহার্য, সেখানে এমন ঘটনা গোটা বিচার ব্যবস্থার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে। আদালতের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—আইন পেশায় শৃঙ্খলার কোনো বিকল্প নেই।