কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

বাংলাদেশ সমঅধিকার পার্টিকে অবিলম্বে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ সমঅধিকার পার্টি (BSP) অবশেষে হাইকোর্টের আদেশে নিবন্ধনের পথে। রুল নিষ্পত্তির মাধ্যমে এ আদেশ প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে দলটির নিবন্ধন প্রদান করতে নির্দেশ দিয়েছেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, “বাংলাদেশ সমঅধিকার পার্টির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন পূর্বে নিবন্ধনের আবেদন করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত নির্বাচন কমিশনকে দলটিকে নিবন্ধন দিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও জানান, আদালতের এই আদেশের ফলে বাংলাদেশ সমঅধিকার পার্টির নিবন্ধনে আর কোনো আইনি বাধা রইল না

নির্বাচ কমিশনের পক্ষ থেকে এখন দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ রয়েছে। এ সিদ্ধান্তকে রাজনৈতিক সমঅধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।