পিস টিভি বাংলা ফের সম্প্রচারের দাবিতে সরকারকে আইনি নোটিশ
পিস টিভি বাংলা ফের সম্প্রচারের দাবি

পিস টিভি বাংলা ফের সম্প্রচারের দাবিতে সরকারকে আইনি নোটিশ

বাংলাদেশে বন্ধ থাকা জনপ্রিয় ইসলামিক টেলিভিশন চ্যানেল ‘পিস টিভি বাংলা’ পুনরায় সম্প্রচারের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান।

গতকাল রবিবার (১৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে পিস টিভি বাংলার সম্প্রচারে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে বিটিআরসিকে পিস টিভি বাংলার ওয়েবসাইট এবং ইউআরএল ব্লক তুলে নিতে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পিস টিভি বাংলা মূলত আন্তর্জাতিক ইসলামিক বক্তা ডা. জাকির নায়েকের পরিচালনায় ২০১১ সালের ২২ এপ্রিল সম্প্রচার শুরু করে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত মূল পিস টিভি চ্যানেলটি বিশ্বের বিভিন্ন ভাষায় ইসলামিক বিষয়বস্তু সম্প্রচারের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা করে চালু করা হয় পিস টিভি বাংলা। তবে ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানে সংঘটিত হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকার পিস টিভির স্যাটেলাইট ও অনলাইন সম্প্রচার বন্ধ করে দেয়।

ওই সময় সরকার জানিয়েছিল, পিস টিভি কর্তৃপক্ষ সরকারের নির্ধারিত শর্ত মানেনি। ফলে তথ্য মন্ত্রণালয় ডাউনলিংক অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেয়। এর পর থেকেই বাংলাদেশে পিস টিভি বাংলা সম্প্রচার বন্ধ রয়েছে।

আইনজীবী আশরাফ-উজ-জামান তার নোটিশে উল্লেখ করেন, পিস টিভি বাংলা শুধুমাত্র ইসলাম প্রচারের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি নিষিদ্ধ থাকার কোনো যৌক্তিক কারণ নেই। সরকার চাইলে নিরপেক্ষ মনিটরিংয়ের আওতায় পিস টিভি বাংলার সম্প্রচার পুনরায় চালু করতে পারে।

এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশের সর্বোচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ডা. জাকির নায়েকের পিস টিভি ইসলামিক শিক্ষা ও দাওয়াতভিত্তিক অনুষ্ঠান সম্প্রচারের জন্য পরিচিত। তবে বিভিন্ন দেশে এটির সম্প্রচার নিয়ে বিতর্কও রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও নিরাপত্তাজনিত কারণে এটি বন্ধ রাখা হয়েছিল বলে তৎকালীন সরকারি সূত্র জানিয়েছিল।