নরসিংদীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত

নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে পালিয়ে গেলেন আসামি

নরসিংদী জেলা জজ আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে পালিয়ে গেছেন এক আসামি। সোমবার (১৪ জুলাই) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, অটোরিকশা চুরির মামলায় ৭ জুলাই রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। সোমবার মামলার শুনানির সময় দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ আদালত কক্ষে বিদ্যুৎ চলে যায়। সেই সুযোগে কাঠগড়া থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যান রিয়াজুল।

ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নরসিংদী আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা সংস্থাগুলোকেও জানানো হয়েছে।”

পুলিশ বলছে, আসামি রিয়াজুলকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে। আদালতের নিরাপত্তা ও কারাগারে পাঠানোর প্রক্রিয়ায় গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।