উপদেষ্টাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান
উপদেষ্টাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান

বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে : আইন উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে নারায়ণগঞ্জে নির্মিত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উদ্বোধনকালে ড. আসিফ নজরুল বলেন,

জুলাই হত্যাকাণ্ডের বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলছে। কোনো গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যেভাবে এগোচ্ছে, তাতে এই সরকারের আমলেই বিচার সম্পন্ন হবে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি দেশের বিভিন্ন ক্রিমিনাল আদালতে এ সংক্রান্ত মামলাগুলো চলমান রয়েছে। নারায়ণগঞ্জের ঘটনায়ও অনেকগুলো মামলার চার্জশিট প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন,

আগামী ৫ আগস্টের আগেই চার্জশিট দেওয়া হবে। প্রয়োজনে দ্রুত বিচার আইনে বিচার করা হবে।

ড. আসিফ নজরুল বলেন,

বাংলাদেশের জনগণ গত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে ১৫ দিনের গণঅভ্যুত্থানে তা উৎখাত করেছে। এই ঐক্যের মাধ্যমে স্থানীয় চাঁদাবাজ, লুটেরা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। প্রশাসন জনগণের পাশে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

উপদেষ্টাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন।