আপিল বিভাগে দুইটি চেম্বার জজ আদালত চালু, এখতিয়ার নির্ধারণ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুইটি চেম্বার জজ আদালতে শুনানি গ্রহণ শুরু হয়েছে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে আপিল বিভাগের মামলা নিষ্পত্তিতে আরও গতি আসবে বলে মনে করছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রোববার (২০ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

প্রধান বিচারপতির আদেশ অনুযায়ী, এই ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের প্রধান বিচারপতির নির্দেশে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য দুইজন বিচারপতিকে চেম্বার জজ হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্ততির ভাষ্য মতে, দেশের সর্বোচ্চ আদালতের মামলাসমূহের জরুরি বিষয় নিষ্পত্তির জন্য আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক-কে চেম্বার জজ-১ এবং বিচারপতি ফারাহ মাহবুব-কে চেম্বার জজ-২ হিসেবে মনোনীত করা হয়েছে।

চেম্বার জজ-১ আদালত দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির মামলার শুনানি গ্রহণ করবেন। অপরদিকে, চেম্বার জজ-২ আদালত হাইকোর্ট বিভাগের রিট ও আদিম অধিক্ষেত্রের মামলা সংক্রান্ত শুনানি গ্রহণ করবেন।

এ সিদ্ধান্তের ফলে আপিল বিভাগের মামলার কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।