সিলেটের কানাইঘাট উপজেলায় একটি রেজিস্ট্রিকৃত দলিল জাল করে তা আদালতে উপস্থাপন করার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।
ল্যান্ড সার্ভে অতিরিক্ত ট্রাইবুনাল ও সহকারী জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন স্বপ্রণোদিতভাবে ২৩ জুলাই অভিযোগটি অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও আমলী আদালত-১, কোতোয়ালি থানা, সিলেটে প্রেরণ করেন।
সংশ্লিষ্ট আদালত ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জানা গেছে, কানাইঘাট উপজেলার মৃত কালা মিয়ার দুই পুত্র মুহিবুর রহমান ও আপ্তাব মিয়া এবং মৃত চুনু মিয়ার দুই পুত্র শাহীন আহমদ ও শাকের আহমদ এবং স্ত্রী শফিকুন্নেছা ২০১৯ সালের ৬ নভেম্বর নালিশি বিএস খতিয়ান সংশোধনের দাবিতে LST 799/19 নং মোকদ্দমা দায়ের করেন।
বাদীরা মোকদ্দমায় ১৯৫৫ সালের ৫ এপ্রিল সম্পাদিত একটি রেজিস্ট্রিকৃত দলিলের ভিত্তিতে খরিদসূত্রে সম্পত্তির মালিকানা দাবি করেন।
তবে বিবাদীপক্ষ উক্ত দলিলের বৈধতা চ্যালেঞ্জ করলে আদালত স্বপ্রণোদিতভাবে সাব-রেজিস্ট্রি অফিস থেকে সংশ্লিষ্ট দলিলের বালাম বহি তলব করেন।
বালাম বহি যাচাই করে ট্রাইবুনাল নিশ্চিত হন যে, ওই নম্বরে কোনো দলিল রেজিস্ট্রিকৃত হয়নি। মিথ্যা তথ্য প্রদানের উদ্দেশ্যে উক্ত দলিলটি জাল করে এবং তা আদালতে উপস্থাপন করা হয়েছে ।
বিচারক মোকদ্দমাটি ৫০ হাজার টাকা খরচায় খারিজ করেন এবং দণ্ডবিধির ৪৬৫ ও ৪৭১ ধারায় জাল দলিল তৈরি এবং তা ব্যবহার করে বিচারিক প্রক্রিয়ায় প্রতারণার অভিযোগে ফৌজদারী মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করেন।