মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বুধবার (২৩ জুলাই) জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দূতাবাসের আয়োজনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। তিনি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

দোয়া মাহফিলে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।