ফেনী ইউনিভার্সিটি
ফেনী ইউনিভার্সিটি

আইন বিভাগে শিক্ষক নিচ্ছে ফেনী ইউনিভার্সিটি

ফেনী ইউনিভার্সিটি (FU) আইন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

🔹 পদের নাম: সহকারী অধ্যাপক
🔹 বিভাগ: আইন
🔹 অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের কমপক্ষে তিন বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে, যার একটি হতে হবে প্রথম লেখক হিসেবে। বিদেশি মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি থাকলেও নির্ধারিত অভিজ্ঞতা ও প্রকাশনার শর্ত প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। আইন বিভাগে আবেদনকারীদের জন্য মুট কোর্ট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী ক্লাস নেওয়া, পাঠ পরিকল্পনা তৈরি, শিক্ষার্থী পরামর্শ এবং বিভাগীয় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে।

🔹 পদের নাম: প্রভাষক
🔹 বিভাগ: আইন
🔹 অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর শিক্ষকতার অভিজ্ঞতা (বিশ্ববিদ্যালয় পর্যায়ে Teaching Assistant হিসেবে)
🔹 শিক্ষাগত যোগ্যতা:

  • সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি (তিনটি প্রথম বিভাগ বা CGPA 3.00 থাকতে হবে)।

  • ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে ৪ বছর মেয়াদি B.Sc ডিগ্রি থাকলেও আবেদনযোগ্য।

  • কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ক্লাস গ্রহণযোগ্য নয়।

  • Law বিভাগের ক্ষেত্রে Moot Court অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩১ বছর (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)

🔹 দায়িত্বসমূহ:

  • নিয়মিত ক্লাস নেয়া ও লেসন প্ল্যান তৈরি

  • শিক্ষার্থীদের পরামর্শ প্রদান ও প্রোক্টরিয়াল দায়িত্ব

  • বিভাগীয় অতিরিক্ত দায়িত্ব পালন

🔹 বেতন: Feni University এর পে-স্কেল অনুযায়ী

🔹 চাকরির ধরন: ফুলটাইম

🔹 কর্মস্থল: ফেনী

আবেদন পদ্ধতি

আবেদন ফি: ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (Feni University-এর অনুকূলে)

আবেদন করতে হবে:

১. সরাসরি ডাকযোগে/কুরিয়ারে অথবা
২. ই-মেইলে: hr@feniuniversity.ac.bd

প্রয়োজনীয় কাগজপত্র

  • কভার লেটার ও বিস্তারিত সিভি

  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

  • জাতীয় পরিচয়পত্রের কপি

  • শিক্ষাগত ও অভিজ্ঞতার সকল সনদপত্রের ফটোকপি

  • ব্যাংক ড্রাফট/পে-অর্ডার

ঠিকানা:

The Registrar,
Feni University,
1845, Barahipur, Trunk Road, Feni-3900, Bangladesh.

বিঃদ্রঃ লিখিত পরীক্ষার দিন ব্যাংক ড্রাফটের হার্ডকপি সঙ্গে আনতে হবে। বর্তমানে চাকরিতে নিয়োজিত প্রার্থীদের অবশ্যই নিয়োগকারী প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৫