ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম

আইআইইউসি’র আইন বিভাগে প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তি

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC) তাদের আইন বিভাগে একজন প্রভাষক (Lecturer) পদে পুরুষ প্রার্থী নিয়োগ দেবে। ২৭ জুলাই ২০২৫ থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ ৬ আগস্ট ২০২৫।

প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।

তবে বাংলা ও ইংরেজি বিষয়ে সামান্য ব্যতিক্রম প্রযোজ্য। পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ফলাফলের ক্ষেত্রে কিছু শিথিলতা থাকলেও কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীদের প্রকাশনা ও শিক্ষাগত গুণমান যাচাইয়ের জন্য একটি বিস্তারিত পয়েন্ট পলিসি অনুসরণ করা হবে, যেখানে Scopus, ISI, এবং অন্যান্য স্বীকৃত জার্নালে প্রকাশনা বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ডের ভিত্তিতেও প্রার্থী নির্বাচন করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে।

পদের নাম: Lecturer

বিভাগ: Department of Law
পদসংখ্যা:
লিঙ্গ: পুরুষ
ধরন: একাডেমিক
গ্রেড: Lecturer

আবেদন শুরুর তারিখ: ২৭ জুলাই ২০২৫

আবেদন শেষ তারিখ: ৬ আগস্ট ২০২৫

যোগ্যতা:

  • প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় স্কেল ৫ এর মধ্যে ন্যূনতম ৪ থাকতে হবে।

  • স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় CGPA কমপক্ষে ৩.৫০ (স্কেল ৪-এর মধ্যে) থাকতে হবে।

  • বাংলা ও ইংরেজি বিষয়ে যেকোনো একটিতে ৩.৫০ ও অপরটিতে ৩.২৫ CGPA গ্রহণযোগ্য।

  • পিএইচডি থাকলে ফল শিথিলযোগ্য; তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

  • প্রকৌশল বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকলে আবেদনযোগ্য।

  • পিএইচডি/এমফিল/২য় মাস্টার্স (থিসিসসহ)/ QS বা THE র‍্যাংকিং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি/ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশনা থাকলে অগ্রাধিকার।

 প্রকাশনা ও অভিজ্ঞতা সংক্রান্ত বিশেষ নির্দেশনা:

Publication পলিসি:

  • Sole Author হলে সর্বোচ্চ পয়েন্ট, Principal Author/Corresponding Author এবং Co-author হিসাবে কম পয়েন্ট প্রযোজ্য।

  • Scopus/ISI indexed journal-এ প্রকাশনা থাকলে অগ্রাধিকার।

  • Predatory journal-এ প্রকাশনা গ্রহণযোগ্য নয়।

  • Turnitin রিপোর্ট প্রয়োজন (কিছু ক্ষেত্রে নয়)।

  • QS/THE র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা ১০০% গ্রহণযোগ্য।

  • A/B/C ক্যাটাগরির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার অনুপাতে গ্রহনযোগ্যতা।

অতিরিক্ত শর্ত:

  • প্রকাশনায় কোনো অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ।

  • নিজ ডিসিপ্লিনবহির্ভূত প্রবন্ধ গ্রহণযোগ্য নয়।

  • আবেদনপত্রের সাথে মূল সনদপত্রের ফটোকপি দিতে হবে।

  • প্রার্থীকে নৈতিকতা ও শৃঙ্খলায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ঠিকানায় বা অনলাইনে। নির্ধারিত ফরমে পূরণ করে প্রমাণপত্রসহ আবেদন করতে হবে।

নিয়োগ ও আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন