মায়ের দুধ পানে নিরাপদ পরিবেশ চেয়ে ৯ মাসের শিশুর রিট, যে রায় দিলেন হাইকোর্ট
হাইকোর্ট

গোমতী নদীর তীরে অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

গোমতী নদীর তীরঘেঁষে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আগামী ছয় মাসের মধ্যে উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৩ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।

রিটকারী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, আদালত নির্দেশ দিয়েছেন, ৬ মাসের মধ্যে গোমতী নদীর তীর থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা আদালতকে জানাতে হবে।

আদালতের আদেশের প্রতিক্রিয়ায় রিটকারী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, “এই রায়ের মাধ্যমে নদী রক্ষায় আমাদের নৈতিক বিজয় হয়েছে। আমরা আদালতের কাছে কৃতজ্ঞ।”

তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু হবে।