চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তিনজন অভিজ্ঞ আইনজীবীকে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—রেজাউল করিম রনি, মো. কবির হোসেন ও মোকাররম হোসেন।
সম্প্রতি দুদকের পক্ষ থেকে তাদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, নিয়োগ পাওয়া আইনজীবী মোকাররম হোসেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রেজাউল করিম রনি একই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। আর মো. কবির হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচ থেকে পড়াশোনা শেষ করেন।
তিন আইনজীবীই জানিয়েছেন, তাঁরা দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষভাবে লড়াই চালিয়ে যাবেন এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আইনগতভাবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
এই নিয়োগের মাধ্যমে চট্টগ্রামে দুদকের মামলা পরিচালনায় পেশাগত দক্ষতা ও গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।