জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত: ৫ আগস্ট সবপক্ষের উপস্থিতিতে পাঠ করবেন প্রধান উপদেষ্টা

৫ আগস্ট জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

সোমবার (৪ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি সূত্র অনুযায়ী, জুলাই ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোয় সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার–সহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়াবলি স্থান পাচ্ছে।

এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরবে।

এটি মূলত এক ধরনের নীতিগত রূপরেখা, যা দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক দিকনির্দেশনা হিসেবে কার্যকর হবে বলে বিবেচনা করা হচ্ছে।

ঘোষণাপত্রটি পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, এটি হবে ‘গণতান্ত্রিক উত্তরণের একটি ঐতিহাসিক দলিল’।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল ম্যান্ডেট ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। এই বাস্তবতায় জুলাই ঘোষণাপত্রকে একটি ঐতিহাসিক ও দিকনির্দেশক দলিল হিসেবে দেখা হচ্ছে।