দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে অযাচিত গাড়ি প্রবেশ বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুচারুভাবে সম্পন্নের নির্দেশনা জারি করা হয়েছে।
সুপ্রীম কোর্ট প্রশাসন থেকে জারি করা এ সংক্রান্ত এক স্মারক আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গন বিচার বিভাগের সর্বোচ্চ স্থান। এখানে বিচারপতিগণ, রেজিস্ট্রির কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের আইনজীবীদের গাড়ি প্রবেশ করে।
এ ছাড়াও বিচারপ্রার্থী জনগণ ও দর্শনার্থীদের গাড়ি প্রবেশের কারণে সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে যানজট ও নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
এজন্য স্মারকে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের আইনজীবীদের গাড়িতে বিশেষ স্টিকার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আইনজীবীরা তাদের কাছে আসা বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের গাড়িতে ভিজিটর পারমিট সরবরাহের মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ করবে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সার্বিক নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।